গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলা এখন আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি অর্জণ করেছে দেশের সবচেয়ে বড় আম বাজার এখন এই উপজেলায়। এবার প্রায় ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা করছে স্থানীয় সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । পুরোদমে সাপাহার উপজেলার বাগান গুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি বাগানে বাগানে কৃষকগণ কীটনাশক স্প্রে করছে যাতে ক্ষতিকর কীটপতঙ্গ আমের গায়ে দাগ কাটতে না পারে।

সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, এ বছর সাপাহার উপজেলায় ৯ হাজার ২৮০ হেক্টর জমিতে ১ লক্ষ ৪০ হাজার মেন্ট্রিকটন আম উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হচ্ছে যার আনুমানিক বাজার দর হতে পারে ১৫০০ কোটি টাকা।

এ বছর আম রুপালি, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪ সহ দেশী-বিদেশ মিলে প্রায় ১৫/১৬ জাতের আম চাষ হয়েছে। মৌসুমের শুরু থেকেই তীব্র খরা এবং অনাবৃষ্টির কবলে পড়েছে উত্তরের বরেন্দ্র এই অঞ্চল।

সরেজমিনে এলাকার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলে আছে নানা জাতের আম। উল্লেখযোগ্য আমগুলো হচ্ছে গুটি, আশ্বিনা, গোপালভোগ, হিমসাগর, আম রুপালী, হাড়িভাঙ্গা,খিরসাপাত, কাটিমন সহ নানান জাতের আম। তবে এই অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হচ্ছে আম রুপালী জাতের আম। এই জাতের আম সুমিষ্ট ও কৃষকেরা দাম ভালো পাবার ফলে প্রায় ৭৫ শতাংশ আম রুপালী জাতের আম চাষ করা হয়েছে।

সাপাহার উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি জানান ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, দেশের মধ্যে এবার নওগাঁয় সবচেয়ে বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।