আমিনুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গরীব বৃদ্ধের এক মাত্র অবলম্বন আবাদি জমি থেকে অবৈধ ভাবে বাংলা ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের শুকুর আলীর একটুকরো নিচু জমিতে একই গ্রামের প্রভাবশালী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর মো. আশরাফ আলী প্রায় এক মাস যাবৎ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি কেটে নিচ্ছেন। এতে করে ড্রেজার স্থাপনকৃত ওই স্থানের চার পাশের আবাদি জমি ও বাড়ি ঘর মারাত্মক হুমকির মুখে পড়েছে। শুকুর আলী বালু উত্তোলনের কাজে বাধা দিতে গেলে আশরাফ আলী মেম্বার অভিযোগকারী শুকুর আলীকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেন।
মাটি কোড়া গ্রামের মো. লিয়াকত হোসেন ও মো. সেলিমসহ আরও অনেকে জানিয়েছেন, জমি থেকে মাটি কাটার কাজটি তারা সরাসরি দেখেছেন। অভিযোগকারী মো. শুকুর আলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিকট সহযোগীতা চেয়ে ব্যর্থ হন। ভুক্তভোগী শুকুর আলী এই অবৈধ বালু উত্তোলনের প্রতিকার চেয়ে, গত ২০ অক্টোবর রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে অভিযুক্ত আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত নেই। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় জনমনে উত্তেজনা সৃষ্টি করেছে।