বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে সদগায়ে জারিয়া স্বরুপ মাদ্রাসার ভবন নির্মাণ কাজে সিমেন্ট প্রদান করলেন হাফেজ মঈনউদ্দিন।
গত শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আনুষ্ঠানিক ভাবে তিনি এই সিমেন্ট প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, তরুণ রাজনীতিক হাফেজ মঈন উদ্দিন কুমারখালী-খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, ধর্মীয়, ক্রীড়া প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন। মাদ্রাসার উন্নয়ন কাজে সিমেন্ট প্রদান করার সময় তিনি কুষ্টিয়া - ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন। সিমেন্ট প্রদান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।