জয়পুরহাট জেলা সংবাদদাতা : সুস্থ্য সংস্কৃতির শুভ্র আলো, দূর হয়ে যাক আঁধার কালো” এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে সর্ববৃহৎ ইসলামি গানের "রিয়ালিটি শো" কণ্ঠে তোল সুর সিজন-১ এর গ্র্যান্ড ফিনাল, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ওমর ফারুক শাওন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জয়পুরহাট কালচারাল একাডেমীর প্রধান উপদেষ্টা ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন সসাস এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, সসাস এর প্রকাশনা সম্পাদক মিনার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মো: তারেক হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসাবে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক সহ স্থানীয় উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার বলেন, ইসলামী সংস্কৃতি সুস্থ্য ধারার সাংস্কৃতি। এটা শুধু জয়পুরহাটে নয় গোটা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যে বাস্তবায়নে ইসলামী সাংস্কৃতি কর্মীদের আরো এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বিজয়ী শিল্পীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, প্রাইজমানি ও সনদ তুলে দেন।