নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বলদা বিলে হাইত উৎসবে মৎস্য শিকারীদের ঢল যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় গত ৩০ অক্টোবর কাঁক ডাকা ভোরে জাল, জালি, পলো সহ বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে বলদা বিলের ধারে জমায়েত হতে থাকে হাজারো মৎস্য শিকারীরা। তবে শিকারীরা জেলে নয়, তাঁরা বছরে একবার শখের বশে বিলে মাছ শিকার করতে যায়। অর্থাৎ তাঁরা সৌখিন মৎস্য শিকারী। ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষ বিলের মাঝে সম্মিলিতভাবে মাছ শিকার করতে পছন্দ করে। এ যেন গণমানুষের মিলন মেলা।
জানাগেছে, বাংলা বছরের আশ্বিন মাসের শেষে বা কার্তিক মাসের মধ্যে বিলের পানি শুকিয়ে যাওয়া অবস্থায় শিকারীরা মাছ ধরতে যায়। তবে বেশিরভাগ সময় খালবিল ও বিলের জলাশয়গুলোর পানি কমে হাঁটু বা কোমরসমান হয়, তখনই শুরু হয় হাইত উৎসব। এক সপ্তাহ আগে থেকেই ডাক-ঢোল পিটেয়ে বা মাইকিং করে হাইত উৎসবের দিন ঘোষণা দেয়া হয়। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহজেই প্রচার করায় হাইত উৎসবে মৎস্য শিকারীদের পর্যাপ্ত ভিড় দেখা যায়। বলদা বিলের হাইত উৎসবের খবর পেয়ে বুধবার রাতেই বলদা বিলের আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান নেন মৎস্য শিকারীরা। কাঁকডাকা ভোরে, শিকারীরা হই-হুল্লোড় করে সারিবদ্ধভাবে বিলে নেমে পড়ে। এতে পাশর্^বর্তী উপজেলা ঈশ্বরগঞ্জ, তাড়াইল, হোসেনপুর ও কেন্দুয়া থেকেও মৎস্য শিকারিরা এতে অংশ নেন।