পার্বতীপুর সংবাদদাতা : দিনাজপুরে এ্যাডভোকেট এম ফয়জুর রহমান মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার আয়োজনে অধ্যক্ষ মো: মশিউর রহমান এর সভাপতিত্বে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের ১৩টি উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এ্যাডভোকেট এম ফয়জুর রহমান মিলনায়তনে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মো: মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম ৩৬ জুলাই ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী চাকুরি না হওয়া পর্যন্ত বিশেষ ভাতার ব্যবস্থা ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।