‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্য ধারণাকে কেন্দ্র করে মোংলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি সমাপ্তির পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সমবায়ভিত্তিক উন্নয়ন ধারণার বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে সমবায় ব্যবস্থার উপর ভিত্তি করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমাদের দেশের কৃষক, ক্ষুদ্র চাষি ও বিভিন্ন পর্যায়ের মানুষের জন্যও সমবায় কাঠামো একটি নির্ভরযোগ্য সংগঠনভিত্তিক উন্নয়নের সুযোগ তৈরি করছে। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের কৃষিজমি ও অন্যান্য সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণে সমবায় ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাচন অফিসার শাহরিয়ার আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, জামায়াতের সূরা সদস্য মো: আনিছুর রহমানসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে এ বছর শ্রেষ্ঠ সংগঠন এবং শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।