শ্রীপুর, (মাগুরা) সংবাদদাতা: মাগুরায় জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণে টেইনারদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে আল আমিন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মওলানা মশিউর রহমান ও জেলা অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণে টেইনারদের প্রশিক্ষণ কর্মশালা