ভারতের রাজধানী দিল্লির কড়া নিরাপত্তার আওতাধীন কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির উগ্রবাদী সংগঠন অখন্ড হিন্দু রাষ্ট্রসেনা। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকির খবর পাওয়া গেছে।

শনিবার রাতে কিছু ভারতীয় নাগরিক সেখানে গিয়ে বর্ণবাদী স্লোগান এবং উসকানিমূলক আচরণ করেন।

শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের গেটের সামনে কয়েকজন ভারতীয় নাগরিক এসে বর্ণবাদী স্লোগান ও হুমকি প্রদর্শন করে। তারা হিন্দি ও বাংলায় ‘হাইকমিশনারকে ধরো’ এবং হিন্দুদের নিরাপত্তার দাবিতে স্লোগান দেয়। কোনো শারীরিক হামলা না হলেও পরিস্থিতি ছিল উত্তপ্ত।

এই ঘটনার পর প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের সাথে জরুরি বৈঠক করেছেন। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

ফয়সল মাহমুদ বলেন, প্রায় ২০ জন বিক্ষোভকারী গতরাতে কয়েকটি গাড়িতে মিশন চত্বরে অবস্থিত ‌‘বাংলাদেশ হাউসের’ গেটে এসে বিক্ষোভ করে। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর ‘নির্যাতন’ বন্ধের দাবি জানায়।

‘বাংলাদেশ হাউসে’ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সপরিবারে বসবাস করেন।

বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর ‘নির্যাতন’ বন্ধ না হলে হাইকমিশনের কর্মীদের ‘পরিণতি’ ভোগ করতে হবে, এমন হুমকি দেয়।

ফয়সল মাহমুদ জানান, চলমান পরিস্থিতিতে আগেই হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের প্রায় ৪০ জন সদস্য মিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলো। তাদের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে চলে যায়।