পিরোজপুর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। ফলে তাদেরকেও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হব । আর ফ্যাসিবাদের কর্মকান্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকান্ড বন্ধ করে দিয়েছিল। কুরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। এখনো আমরা একটি দলের কর্মকান্ড সেই আওয়ামী লীগের কর্মকান্ডের সাথে মিল দেখতে পাচ্ছি।

গতকাল সোমবার বেলা ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির আজ এতদূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে তোমাদের পিতা মাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদেরকে আদর্শ ছাত্র, ভাল ছাত্র হতে বলে যেটা তোমাদের অভিবাবকেরা বলে।

সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো: শফিউল্লাহ, পিরোজপুর জেলা সভাপতি মো: এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।