দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক মো: সা’দাত হোসেনের ছোট ভাই এডভোকেট মো: রেজাউল হক ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল শনিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাাকয় জাতীয় হ্রদ রোগ ইন্সটিউট হাসপাতালে মারা যান।
জানা গেছে, এডভোকেট মো: রেজাউল হক দীর্ঘ দিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়লে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যান। তিনি দুই ছেলে এক মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে মাদারিপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।