হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া (৮০) গত রোববার (২৩ নভেম্বর) সকালে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. .রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার চর পুমদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক,জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।