রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খানের দাফন সম্পন্ন হয়েছে।

গত বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে তার জানাযায় মানুষের ঢল নামে। সকাল থেকেই মুড়াপাড়ার বাতাস ভারী হয়ে ওঠে মসজিদের মাইকে বারবার ভেসে আসা ঘোষণা অধ্যাপক মোহাম্মদ আলী খান ইন্তিকাল করেছেন। সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠে জানাযা শেষে সরকারপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাযার ইমামতি করেন নিহতের বড় ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। জানাযা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন মোহাম্মদ আলী খানের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন। দাফনের জন্য কফিনটি যখন কবরের দিকে নেয়া হচ্ছিল, চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে। শুধু শোনা যাচ্ছিল স্বজনদের কান্না। এলাকাবাসী বলছেন, অধ্যাপক মোহাম্মদ আলী খানের জানাযায় যে অসংখ্য মানুষের উপস্থিতি হয়েছে। তারা আগে কখনও এমন দেখেননি। এর আগে বুধবার সকাল ৯টায় রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। মরহুম মোহাম্মদ আলী খান গত ১৩ ডিসেম্বর রাতে হার্ট এ্যাটাক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।