বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল ও জলাবদ্ধতা নিরসনে গঠিত টেকনিক্যাল টিম সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী বর্ষার পূর্বেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাকলিয়ার বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল ও নগর জামায়াতের গঠিত টেকনিক্যাল টিম প্রকল্প স্থান পরিদর্শন ও ফিজিক্যাল স্টাডি করেছেন। সভায় আগামী ১৯ এপ্রিল (শনিবার) সকাল ৯টায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওর্য়াড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, টেকনিক্যাল টিম দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ফাহমি, ইঞ্জিনিয়ার টিপু ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ জিল্লুর রহমান, জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার সরওয়ার আলম প্রমুখ।