পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছেন। শনিবারের সভায় বিশেষভাবে জনসভার সাজসজ্জা (ডেকোরেশন) ও প্রচার বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সভায় বক্তারা বলেন, আমীরে জামায়াতের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে প্রচার ও ডেকোরেশন বিভাগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।