অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারকৃত ৬ ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাদের মধ্যে একজন চার মাসের অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
ভারতীয় নাগরিকরা হলেন, হলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. দানেশ (২৮), সোনালী বেগম (২৬), সুইটি বিবি (৩৩), কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. সাব্বির (৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। প্রায় দুই মাস ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করে এবং শুক্রবার (২২ আগস্ট) তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, “আদালতের নির্দেশনা অনুযায়ী, তারা এখন কারাগারে আছেন। সোনালী বেগমের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা সুপার মো. আমজাদ আলী বলেন, “আবশ্যিকভাবে অন্তঃসত্ত্বা নারীকে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা এবং সুবিধা দেওয়া হবে।”