ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে। আজ বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল।
গত সপ্তাহে বাংলাদেশের ময়মনসিংহে গণপিটুনিতে দীপু চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার প্রতিবাদ এবং তাদের ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের বিষয়ে নিন্দা জানাতে নেতৃত্বে এ বিক্ষোভ হচ্ছে।
বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং দীপু হত্যার বিচার ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। এ সময় ‘ভারত মাতা কি জয়’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আজ যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে আমিও দীপু হব আর তুমিও দীপু হবে।’
পুলিশ বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশ অবশ্য বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় পুনরায় ব্যারিকেড পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে।
এনডিটিভি জানায়, বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে তিন স্তরের ব্যারিকেড ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।