নোয়াখালী সংবাদদাতা : সুবর্ণ চর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুল এর মা মিসেস ফিরোজা বেগম (৯৫) মৃত্যুতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং সুবর্ণ চর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন শোক বাণী প্রদান করেন। নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন আল্লাহ পাক মরহুমার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তার নেক কাজগুলো কবুল করুন, তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন এবং তার পরিবার পরিজন সবাইকে শোক সইবার তাওফিক দান করুন। উল্লেখ্য তিনি বার্ধক্যজনিত কারনে ৯৫ বছর বয়সে সুবর্ণ চরে নিজ বাড়িতে মঙ্গলবার দুপুরে ইন্তিকাল করেছেন, বাদ এশা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অনেক নাতি নাতিন রেখে যান।