ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন(১৭) নামের ফটিকছড়ির এক যুবক। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের পুত্র।
নিহত যুবক পেশায় টাইলস মিস্ত্রি হেলপার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাবেক স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ এয়াকুব বলেন,তাদের কারো নিজস্ব মোটর বাইক নাই। ধারনা করা হচ্ছে ভাড়ায় চালিত ৩টি বাইক নিয়ে তারা ৬/৭ জন আজ দুপুরের দিকে ঘুরতে যায়। তৎমধ্যে একটি বাইক বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় জুনায়েদ ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।