DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

শৈলকুপায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন

মার্চ সোমবার গভীর রাতে শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহড়ি ইউনিয়নের কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সোমবার গভীর রাতে স্থানীয়রা আগুন জ্বলতে

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

মার্চ সোমবার গভীর রাতে শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহড়ি ইউনিয়নের কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সোমবার গভীর রাতে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফুলহড়ি ইউনিয়নের কাজীপাড়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান রাত তিনটার দিকে তারা খবর পায় পরে দ্রুত সেখানে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনের ঘটনায় ২টি সারের দোকান ও একটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।