চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইকের সাথে পণ্যবাহি ট্রাকের ধাক্কায় একই পরিবারে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদ পাড়ার মৃত এরাদ আলী মন্ডলের ছেলে। এই ঘটনায় নিহত ফুশিয়ার রহমানের তিন মেয়ে ও এক নাতি ছেলে আহত হয়েছে। আহতরা হলেন-ফুশিয়ার রহমানের বড় মেয়ে শান্তাহার(৫০), কালীগঞ্জ উপজেলার সাতমাইল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী সোনাহারা (৪৫), কোটচাঁদপুর পৌরসভার মাদরাসা পাড়ার আব্দুল জব্বারের স্ত্রী লিমা খাতুন (৩০) ও তার ছেলে নিরব হোসেন (১০)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে তিন মেয়ে ও নাতিছেলেকে সাথে নিয়ে ইজিবাইকে করে জীবননগর থেকে কালীগঞ্জে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ফুশিয়ার রহমান। পথিমধ্যে সাথী অটো রাইস মিলের সামনে পৌছুলো বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই ট্রাক ইজিবাইকের উপর চাপিয়ে দেয়।