DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

গাজীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা দুই যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

Default Image - DS

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি, -চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান।

মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫), উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে। আরোহী রিয়াদ মন্ডল (২২), একই গ্রামের শামীম আল মামুনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।