কুষ্টিয়ার সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মাহির (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সম্প্রতি উপজেলার কুমারগাড়া এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহির কুষ্টিয়া চৌরহাস কুটিপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহির রাস্তা পারাপার হচ্ছিল এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।