ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে হাওয়া খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ‎এতে আহত হয়েছেন আরো তিনজন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্প্রতি উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত হাওয়া খাতুন ধুনট সদর ইউনিয়নের পাকড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া খাতুন সোনাহাটা তার বাবার বাড়ি থেকে অসুস্থ মাকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটোভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।