বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ার ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম বাঁশখালার বিসানার বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৫টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়াতে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা।

গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন- রফিক আহমদ, আহমদ উল্লাহ, মোস্তফা আলী, ছাবের আহমদ এবং আব্দুল কাদেরের বসতঘর সমস্ত মালামাল, নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ৫ পরিবারের বসতঘরের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারচড়ার ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ওয়ার্ডে ৫টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে, এবিষয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করতেছি, ক্ষয়ক্ষতির পরিমানসহ তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠাচ্ছি।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার নুরুল বাশার বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে সরাসরি আমাদেরকে কেউ খবর দেয়নি। সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার খবর পেয়ে ফিরে এসেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিষয়ে সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্তরা।