রংপুর অফিস ও পীরগাছা সংবাদদাতা: রংপুরের পীরগাছা উপজেলায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। গতকাল ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পীরগাছা রেল সোটশনের উত্তর পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে এই রুটের উভয় পাশে ৫টি করে ১০টি ট্রেন আটকা পড়েছে।
পীরগাছা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বেলা ১২টা ৪০ মিনিটে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেল স্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাত্রার জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙ্গে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার সময় যাত্রীরা আতংকিত হয়ে পড়ে এবং দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। স্থানীয় লোকজন ও স্টেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্লীপার পরিবর্তন করা হয়নি। গত দুইদিনের বৃষ্টিতে স্লীপার নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বলেন, দুই নং লাইন থেকে পয়েন্ট পরিবর্তন করে এক নং লাইনে ট্রেন ওঠার সময় এ র্দুঘটনা ঘটে। বর্তমানে এ রুটের উভয় পাশে ৫টি করে ১০টি ট্রেন আটকা পড়েছে। বামনডাঙ্গা-গাইবান্ধার মধ্যে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া কমিউটারসহ ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটক রয়েছে।
এদিকে উদ্ধার কাজে জড়িত কর্মীরা জানান, সব বগি উদ্ধার করে ট্রেনচলাচল স্বাভাবিক করতে দুইদিন সময় লাগতে পারে। এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের রিলিফ ট্রেন এসেছে। দ্রুত সময়ে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা রাখি।