কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে আগুন ধরে যায় যানবাহনগুলোতে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

পরে ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন মোটরসাইকেলের চালক বলে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি ইকবাল বাহার বলেন, বাস উল্টে গিয়ে মোটরসাইকেলের ওপর পড়েছে বলে ধারণা করছি। এতে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এসময় পুরো বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় দেখতে পাই এক নারী, এক পুরুষ ও দুই শিশুর দগ্ধ লাশ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি একটি অটোরিকশা উল্টে পড়ে ছিল। সেখানে কাউকে না পাওয়ায় এটি একই দুর্ঘটনার অংশ কি-না বোঝা যাচ্ছে না। পরে বিস্তারিত জেনে জানানো যাবে।