খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবনগর ফাযিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মুস্তাফিজুর রহমান (১৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘঘটনাটি ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান বিরাশী ভেদামারি মোড় এলাকার মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সে মোটরসাইকেল যোগে কপিলমুনি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় স্কুল এলাকায় মোড় ক্রস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় সে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তার অবস্থা গুরুতর দেখে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।