রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরাত জাহান বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলযোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজে সামনে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসরাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ইসরাত সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে একই সঙ্গে ও চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত (৫২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টার দিকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রেজাউল ইসলাম জানান, আমরা ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার নাম শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।