চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দু’টি দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। জানাযায়, গত ১৩ ডিসেম্বর উপজেলার রাণীগাঁও গ্রামের হাজ্বী আব্দুল নুর কালেক্টরের ছেলে মামুনুর রশীদ (৪২) ঘরের আঙ্গিনায় টিউবওয়েল এর পানির মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর-মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহাম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে দুটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনা
চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দু’টি দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। জানাযায়, গত ১৩ ডিসেম্বর উপজেলার রাণীগাঁও গ্রামের হাজ্বী আব্দুল নুর কালেক্টরের ছেলে মামুনুর