ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৩৩) নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল উপজেলার ঝাউহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মতিনের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।