যশোরের বাঘারপাড়া থানাধীন যশোর-মাগুরা মহাসড়কের সাদিপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আহমেদ (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আহমেদের বাড়ি ঢাকার গাবতলী ১নং কলোনীতে। তিনি মো. রিজাউল হক ও মোছাঃ মাফিয়া খাতুনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম আহমেদ মহাসড়কের পাশে পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পথচারী তোতা মিয়া ও ইজিবাইক চালক তারেক এর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আহত ইব্রাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।