সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে ঈদ ছুটিতে মহাসড়ক কেড়ে নিল ২ যুবকের প্রাণ। সম্প্রতি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ দিদারুল আলম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
নিহত দিদারুল আলম মিরসরাই উপজেলার মধ্যম আজিবনগর এলাকার ১নং হিঙ্গুরীপাড়ার মৃত কুব্বাত আহমেদের পুত্র। তিনি কদমরসুল এলাকায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এর আগে শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ফকিরহাট এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন কেডিএস ডিপোর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ জিয়া উদ্দিন (২৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত যুবক কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ী কুমিরা ঘাটঘর এলাকার বেল্লার বাড়ীর সালেহ আহম্মদের পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জিয়া উদ্দিন বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।