নরসিংদীর মনোহরদী-শিবপুর সড়কে অনন্য সুপারবাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তারই স্বামী। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ওই সড়কের শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। আহত তারই স্বামী পেশায় অটোচালক, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিভাটেকে যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। যান দুটি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এসময় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহতের খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।