পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণবন্দর এলাকায় বিআরটিসি বাস উল্টে ১ জন নিহত হয়েছেন। প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে পঞ্চগড় যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি পলাশবাড়ীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়, এতে বাসে থাকা যাত্রীরা কেউ কেউ সামান্য আহত হলেও বাসের নিচে চাপা পড়ে বাস ড্রাইভার মহসিন আলী ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসের নিচে থেকে লাশটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।