ঠাকুরগাঁও সংবাদদাতা: অন্যান্য দিনের মতোই নিজের চালানো থ্রি-হইলারে করে মেয়ে রুবাইয়া আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হয়েছিলেন বাবা আশরাফুল ইসলাম। কিন্ত এ যাত্রাই হলো তাদের জীবনের শেষ যাত্রা। ঘাতক বাস কেড়ে নিল বাবা-মেয়ের প্রাণ। বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারান বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া আক্তার (১৫)। গত ২৪ জুন সকাল সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশ্বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) ঢাকা থেকে দ্রত গতিতে পঞ্চগড় যাচ্ছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদরাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলার(পাগলু) গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশরাফুল ইসলামের মারা যান। থ্রি-হুইলারে থাকা যাত্রী আশরাফুল ইসলামের মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

থ্রি-হুইলার(পাগলু) চালক আশরাফুল ইসলাম ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। পাশর্^বর্তী বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে রুবাইয়াকে স্কুলে পৌছে দিতে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করেছি। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।