দুর্ঘটনা
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Printed Edition
গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক।