পঞ্চগড় সদরে ভুট্টা ক্ষেতে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামেদুল (২০) শাহিন (৩৭) ও রব্বানী (৩৮) নামে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেংহারি এলাকায় ভুট্টা ক্ষেতে এ ঘটনাটি ঘটে।

নিহত জামেদুল (২০) ধাক্কামারা ইউনিয়নের বেংহারী এলাকার সফিজুলের ছেলে। নিহত শাহিন (৩৭) বেংহারী গ্রামের লিয়াকতের ছেলে ও নিহত রব্বানী (৩৮) সফিজউদ্দীনের ছেলে।

ধাক্কামারা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল জানান, আজ সকালে ভুট্টা ক্ষেতে ১১ জন শ্রমিক ভুট্টা তুলতে গেলে মাটিতে পড়া থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ১ জন মারা যায।

এসময় স্থানীযরা আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডাক্তার আব্দুল কাশেম জানান, সকালে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ৩ জনকে নিয়ে আসে। কতর্ব্যরত ডাক্তার ২ জনকে মৃত অবস্থায় পায়। ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে প্রেরণ করা হয়।