বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারার সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহতসহ ৩ জন গুরুতার আহত হয়েছে। গত রোববার দুপুরের দিকে উপজেলার ভবানীগঞ্জ-তাহেরপুর সড়কে রামরামা নামক স্থানে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, নিহত খৈয়ম বেগম পুঠিয়া এলাকার পঁচামাড়িয়া হতে উপজেলার চৈউখালি নিজ বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক ভবানীগঞ্জ হতে একটি ট্রাক রামরামা নামক স্থানে সরাসার ভ্যানগাড়িতে আঘাত করে। এতে গাড়ীর নীচে পড়ে ভ্যানগাড়ীর যাত্রীরা নিহত ও আহত হন। নিহতরা হলেন, চৈউখালি গ্রামের হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫), একই গ্রামের মৃত সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৫০)। এছাড়া আহতরা হলেন, চৈউখালি গ্রামের ভ্যান চালক আক্কাস আলী (৫০), নিহত খৈয়ম বেগমের ছেলে ফকরুল ইসলাম (৫) ও একই এলাকার সমাসপাড়া গ্রামের মৃত করিমের স্ত্রী পিয়ারী বেগম (৪৮)। এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে ২ জনের নিহত ও আহতরে বিষয় নিশ্চিত করেছেন। এছাড়া ঘটনার সময় ঘাতক ট্রাকটি পালিয়েছে তা চিহ্নিত করতে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ চলছে বলে জানান।