সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা এবং সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় পাথরবোঝাই এক ট্রাক চাপায় চালক ও হেলপার নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত তিন আহত একজন।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের থানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুই (২৭) ও আহত বিজিবি সদস্য ইমদাদুল হক ইমন (২৪)। তার জকিগঞ্জ সদর ইউপির লালোগ্রামের অব: বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর মেয়ে এবং ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মোটর সাইকেল থানাবাজারের পূর্ব পাশে আসা মাত্র যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।
এদিকে, সিলেটের মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় পাথরবোঝাই এক ট্রাক চাপায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
গত সোমবার রাত ১০ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জানান, দুই জনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।