কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আনুমানিক সকাল ৭ টার দিকে কলারোয়া উপজেলার ইলিশপুর যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীর বিবরণে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস ও যশোর থেকে শসা বোঝাই নসিমন মহাসড়কের ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয় ।এ সময বাসের চাকায় পিষ্ট হয়ে নসিমন চালক রকিবুল ইসলাম (২০) এর ঘটনাস্থলে মৃত্যু ঘটে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।