চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদা কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপার শামসুল হক (৬০) নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দামুড়হুদার মুক্তারপুর রেড ভাটার কাছে দ্রুতগতির ইট ভর্তি ট্র্যাকটারের সাথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারাযান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুরে মাদরাসা ছুটি করে সুপার শামসুল হক নিজ গ্রাম উপজেলার পীরপুরকুল্লায় ফেরার পথে মুক্তারপুর রেড ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইটভর্তি ট্র্যাকটার সাথে মোটরসাইকেলর ধাক্কা লাগলে নিহত শামসুল হক ও মোটরসাইকেল ট্র্যাক্টের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারাযায়।

স্থানীয় লোকজন দ্রুত দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেন, ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের নিকট তুলে দেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কেহ বাদি হয়নি, যার কারণে লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।