চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামী বাসের ধাক্কায় কবির হোসেন নামে একজন ড্রামট্রাক চালক নিহত হয়েছেন। গত ১৯ নভেম্বর দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- নিহত কবির হোসেন তার বাড়ি থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।