ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : বিদ্যুৎ’র তারে জড়িয়ে পড়ে ছেলে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এ সংবাদ শুনেই ছেলের কাছে ছুটে যান মমতামীয় মা। ছেলেকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগেই মৃত্যু হয় ছেলেরও। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাঁদগ্রাম গ্রামে। নিহতরা হলো ঃ উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার হাবিল সর্দারের ছেলে স্ত্রী জোছনা খাতুন (৪৮) এবং তার পুত্র বিপ্লব সর্দার (২৮)।
পরিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে নিহত বিপ্লব সর্দার মাঠের কাজ শেষ করে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসংবাদ পাওয়ার পর বাড়ি থেকে দৌঁড়ে ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মমতাময়ী মা জোছনা খাতুন। কিছু বুঝে উঠার আগেই তিনিও বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নিতহ মা এবং ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ছেলে ও মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার মা এবং ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, অত্যান্ত হৃদয় বিদারক ঘটনায় শোকে পাথর হয়ে গেছে এলাকাবাসী।