রাজশাহীর বাঘায় বিক্রির জন্য বাড়ির পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারগুলো বাড়ির কাজে ব্যবহার এবং থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রির জন্য রাখা ছিল। হঠাৎ করেই বিকেল আড়াইটার দিকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে গ্রামের আমির হোসেন মিস্ত্রির ছেলে আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) ও আসাদুল ইসলাম (৩৮)-এর বাড়ির মোট ৮টি কক্ষের আসবাবপত্র, একটি থ্রি-হুইলার (সিএনজি), দুটি বাইসাইকেল, দুটি ফ্রিজসহ ঘরের অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।