নারায়ণগঞ্জের ফতুল্লায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে দাড়ানো একটি অটোরিকশার উপর তুলে দিলে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসদয় অটোরিকশার চালক, ২ যাত্রী ও পথচারী সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি ও একটি বাসে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দুইঘন্টা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার সস্তাপুর এলাকায় (নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে) যাত্রী নিয়ে একটি অটোরিকশা দাড়িয়ে ছিল। এসময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোর পিছন দিকটা ধুমড়ে মুছড়ে যায় এবং চাকা বাসের নীচে ঢুকে যায়। অটোর চালক ও যাত্রীরা ছিটকে দুরে পড়ে গুরুতর আহত হয়। এসময় একজন পথচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে মোজাম্মেল হক (৫৫) কে মৃত্যু বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালক বাস চালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) আটক করে গণপিটুনি দিয়ে সড়কে ফেলে রাখে।