রাজধানীর মহাখালীর আমতলীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ‘গুলশান পেট্রোল পাম্পে’ এই দুর্ঘটনা ঘটে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।”

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলীর ওই পেট্রোল পাম্পে ট্যাংক পরিষ্কার করার জন্য তাদের সেখানে নেওয়া হয়েছিল। ট্যাংকের তেল সব বের করা হয়। এরপর ভেতরে নেমে তারা পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করছিলেন। এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই সাতজনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আগুন তখনই নিভে গেছে।

গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী বলেন, "আমাদের তেল রাখার খালি ট্যাংক পরিষ্কার করতে তিন জন এসেছিল। একটার দিকে ওই কাজ করার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। তাতে ওই তিন জন ও আমাদের স্টাফ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাতজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।