আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : আলীকদম উপজেলার ১নং ইউনিয়নের পানবাজার কলারঝিরি জবিরাম কারবারি পাড়া (ত্রিপুরা পাড়া) এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দুই সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা ও একটি গাভী প্রদান করা হয়েছে।
আজ ০৩ জুন ২০২৫ তারিখ বেলা ১২টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলীকদম ম্রো স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সেথং ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
অনুষ্ঠানে নিহত পরিবারের হাতে নগদ বিশ হাজার টাকা ও একটি গাভী তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।