মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদ সামনে ৫ মে সোমবার সকাল ছয়টায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেচ খালের খাদে পরে যায়। এতে ওই পিকআপ ভ্যানে থাকা ১২ জন যাত্রীদের মধ্যে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলা উদ্দিন (৫০)। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। আহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আবুল কাশেম (৪৫),একই উপজেলার আব্দুল কাইয়ুম (৪০), আশ্রাফুল (৩৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুজাহিদ (৪২) ফারুক (৪৫), আব্দুল আলীম (৫০), সাইফুল ( ৫০), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জাহাঙ্গীর (৫০)। আহতদের চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।