নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা মুহতামিম নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মাদ্রাসার পাশে কাজ করছিলেন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাঠে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারের চালককে আটক করে পুলিশে খবর দেয়। নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ জানান, "নিহত মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর পড়ে যায়।"নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে আটক করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
দুর্ঘটনা
নান্দাইলে সড়ক দূর্ঘটনায় মাদরাসার মুহতামিমের মর্মান্তিক মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা মুহতামিম নিহত হয়েছেন।
Printed Edition
